মধ্যরাতে ফেনসিডিল নিয়ে পাহাড়তলীতে ঘুরছিল ইমন

চট্টগ্রাম নগরে ১২ বোতল ফেনসিডিলসহ মো. ফয়সাল চৌধুরী ইমন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১২টা ২৫ মিনিটে পাহাড়তলী থানার ৩ নম্বর রেল গেটের পশ্চিম পাশে সেন্টুর গ্যারেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : খালপাড়ে এত ফেনসিডিল খায় কারা?

গ্রেপ্তার ফয়সাল চৌধুরী ইমন নগরের পাহাড়তলী থানা এলাকার কলেজ রোড ফইল্যাতলী বাজার এলাকার বাঁচা মিয়া চৌধুরী বাড়ির মো. দিদারের ছেলে।

এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় ৮টির বেশি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm