চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতানা বেগমকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) রাত সাড়ে ১২টার দিকে নগরের গ্রীন ভিউ সড়কের মাহমুদা ম্যানশনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুলতানা বেগম নগরের আমিন জুট মিলস গ্রীন ভিউ ১ নম্বর সড়কের বাসিন্দা শাহ আলম দোভাষের কন্যা।
আরও পড়ুন : সাজা কাঁধে লুকিয়ে থাকা জুলেখা গ্রেপ্তার
এ বিষয়ে পাঁচলাইশ থানার এসআই মো. সোহেল বলেন, চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি সুলতানা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী দীপেন ধর বলেন, গত ২১ মে চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দি নিগশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় সুলতানা বেগমকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরএস/আরবি