মধ্যরাতে ঘরে ঢুকে খুন করা হলো নৌকার চেয়ারম্যান প্রার্থীকে

রাঙামাটির কাপ্তাই উপজেলায় নেথোয়াই মারমা ( ৬০) নামে আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। নেথোয়াই মারমা চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শনিবার (১৬ অক্টোবর) রাত একটার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন: চাঁদা না পেলে অটোচালককে ব্রাশ ফায়ারে হত্যা করবে ‘জেএসএস’

এদিকে রাত সোয়া একটার দিকে ফেসবুকে নিজের টাইমলাইনে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর।

আসন্ন ইউপি নির্বাচনে সব চেয়ারম্যান প্রার্থীকে সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm