মধ্যরাতের বৃষ্টিপানিতে ভাসছে চট্টগ্রাম। নগরের অলিগলি থেকে রাজপথ— সবখানেই জলজট।
বুধবার (২৫ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে নগরে মাঝারি বৃষ্টিপাত হয়। এতে নগরের নিম্নাঞ্চলে দেখা দেয় জলাবদ্ধতা। অলিগলির পাশাপাশি মূল সড়কও পানিতে ডুবে থাকায় পথচারীসহ অফিসগামী মানুষের দুর্ভোগ বাড়ে।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘বৃষ্টির পানিতে’—ভেসে যাওয়া লোকের খোঁজ মেলেনি ৮ ঘণ্টায়ও
এদিকে বুধবার দিনজুড়ে বৃষ্টি না থাকলেও মধ্যরাতে শুরু হয় তুমুল বৃষ্টি। রাত দেড়টায় যখন এ রিপোর্ট লেখা হচ্ছিল তখনও চলছিল মুষলধারে বৃষ্টি।
এদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের নিম্নাঞ্চল। আগ্রাবাদ, হালিশহর, অক্সিজেন, মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার, দুনম্বর গেট, কাপাসগোলাসহ বিভিন্ন এলাকার কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরপানি। এসব এলাকার বিভিন্ন বাসা বাড়িতেও পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে।
সরেজমিনে রাত ১টায় দেখা গেছে, আগ্রাবাদ রঙিপাড়া, সিডিএ, ব্যাংকপাড়া, হালিশহর এ ব্লক, ইস্পাহানী রেল গেট, জাকির হোসেন রোড, মনসুরাদ, ঈদগাহ, নয়াবাজার মোড়, মল্লাপাড়া ও মুহুরিপাড়ার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
হালিশহর মুহুরিপাড়ার ভাড়া বাসায় থাকেন ইপিজেড পোশাক কারখানার শ্রমিক লোকমান হোসেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, দিনে অফিসে গেছিলাম বুকসমান পানি মাড়িয়ে। মধ্যরাতেও বাসায় ফিরছি হাঁটুসমান পানি মাড়িয়ে। আমাদের দুর্ভোগের শেষ নেই।
সিএম