অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও বাজারজাত করায় মধুবন সুইটসকে মামলাসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) নগরের বায়েজিদ বোস্তামী শিল্প এলাকায় পরিচালিত অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা আদায় করেন।
এদিকে একইদিন নন্দনকানন ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
আরও পড়ুন: দুর্গন্ধ ছড়াচ্ছে ডেফোডিল ফুডে, কাঁধে উঠল জরিমানা
অভিযানে বৌদ্ধমন্দির সড়কে সানমার আবাসন প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনের সামনে নির্মাণসামগ্রী ও স্টেশন রোডের ফলের আড়তের সামনে রাস্তার দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ প্রতিষ্ঠানকে মামলাসহ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।