মদ কেন মাদকদ্রব্য—হাইকোর্টের রুল, ব্যাখ্যা দিতে হবে ৪ সপ্তাহে

মাদকদ্রব্য আইন ২০১৮-এ মদ কেন মাদক হিসেবে অন্তর্ভুক্ত এবং এটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক এ রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করেন।

আরও পড়ুন : এক বোতল বাংলা মদ কেনা যাবে ২৩ টাকায়

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আইনজীবী আহসানুল করীম বলেন, মদ এবং অন্যান্য মাদকদ্রব্যের সঙ্গে মদকে একই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে। অ্যালকোহল ছাড়া অন্যান্য মাদকদ্রব্য যেগুলো আছে তা আমদানিযোগ্য নয়। এসব মাদক বহন করাও অপরাধ। শুধুমাত্র অ্যালকোহল আমদানি-রপ্তানিযোগ্য পণ্য। আর এ কারণে যারা ব্যবসা করছেন তাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত অ্যালকোহল যারা বিক্রি করে, আমদানি করে বা রপ্তানি করে তাদের জন্য সমস্যা হচ্ছে। এ কারণে রিট করা হয়েছে। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!