‘ভয়’—চট্টগ্রামে করোনায় ৩ গুণ মৃত্যু, শনাক্তেও লাফ

চট্টগ্রামে হঠাৎ ভয় বাড়াচ্ছে করোনা। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে তিনগুণ! শনাক্তের সাফল্যের ধারাবাহিকতাও এদিন ধরে রাখা যায়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিল ১ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৯৯ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৪ জন। আগের দিন যেটা ছিল ১৭ জন। সবমিলিয়ে শনাক্ত ১ লাখ ১ হাজার ৭২৪ জন।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : কমেছে আহাজারি, শনাক্তও

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তদের মধ্যে নগরের ২৪ জন ও উপজেলার ২০ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে ১ জন ও অ্যান্টিজেন টেস্টে ১ জনের শরীরে করোনা ধরা পড়ে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!