‘ভয়’—চট্টগ্রামে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী

গতবছরের মতো এবারও শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে করোনার প্রকোপ। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। আগের দুদিন যেটা ছিল যথাক্রমে ১৬ ও ১৫ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ডেল্টা—ওমিক্রনের মাঝেই আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট! কী ভাবছেন বিশেষজ্ঞরা

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০ ল্যাবে ১ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রামের মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১.৩৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ১৩ জন নগরের বাসিন্দা। বাকি পাঁচজনের ২ জন আনোয়ারার, ১ জন করে রাঙ্গুনিয়া, হাটহাজারী ও মিরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে বর্তমানে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৩২ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!