‘ভয়ঙ্কর’ সন্ত্রাসী কায়েস র‌্যাবের হাতে আটক

নগরের হালিশহর থেকে ৭ মামলার আসামি ভয়ঙ্কর সন্ত্রাসী মো. কায়েস উদ্দিন ওরফে অপুকে (৩১) আটক করেছে র‌্যাব।

পাহাড়তলী ও হালিশহরের আতঙ্ক ভয়ঙ্কর এ সন্ত্রাসীর কাছ থেকে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সঙ্গে তার সহযোগী মো. খোরশেদ খানকেও (৩০) আটক করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে হালিশহর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ‘অস্ত্র উঁচিয়ে’ ১০ বছর বহদ্দারহাট কাঁপাচ্ছেন ‘ভয়ঙ্কর সন্ত্রাসী’ জাবেদ

কায়েস হালিশহর সবুজবাগ এলাকার মো. কবির আহম্মদ ওরফে লম্বা কবিরের ছেলে। আর খোরশেদ হালিশহর পশ্চিম রামপুর সবুজবাগ এলাকার মৃত মো. মিয়া খানের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিশহর এলাকা থেকে সহযোগীসহ কায়েসকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৭টি মামলা আছে।

এ সন্ত্রাসী পাহাড়তলী ও হালিশহর এলাকার ত্রাস উল্লেখ করে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে পাইকারি দামে মাদক কিনে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!