ভোর না হতেই মদের কারখানায় অভিযানে ধরা পড়ল পালের গোদা

মহেশখালীতে চোলাই মদ, মদ তৈরির উপাদান ও সরঞ্জামসহ নুরুল আলম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তুলাতইল্লা ঘোনা নামক এলাকার একটি মদের কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: ১০ হাজার লিটার ধ্বংস, আটক ২—অর্থনৈতিক অঞ্চলেই মদের কারখানা!

পুলিশ জানায়, আটক মদ কারখানার মালিক নুরুল আলম সিপাহীপাড়া এলাকার আবুল বাশার প্রকাশ বসরত আলির ছেলে।

যোগাযোগ করা হলে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর বলেন, আজ (রোববার) ভোরে তুলাতইল্লা ঘোনা এলাকার মাদক ব্যবসায়ী নুরুল আলমের মদের কারখানায় অভিযান চালানো হয়। এসময় ১৬০ লিটার চোলাই মদ, ১০০ লিটার মদ তৈরির উপাদান (ওয়াস) এবং নানারকম সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক নুরুল আলমের বিরুদ্ধে আগেও একটি মাদকের মামলা ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm