ভোরের আগুনে পুড়ে ছাই গ্যারেজসহ ৬ গাড়ি, দগ্ধ মালিক হাসপাতালে

ফটিকছড়িতে গাড়ির গ্যারেজে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন গ্যারেজ মালিকও।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে পৌর সদরের রাজঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: শত্রুতা থেকে হত্যা—এবার বৃদ্ধকে আগুনে পুড়িয়ে মারল

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে গ্যারেজ রাখা ১টি প্রাইভেট কার, ৪টি অটোরিকশা, ১টি মোটরসাইকেল, নগদ ৮ লাখ টাকা, গাড়ির ডকুমেন্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ সময় গাড়িগুলো বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন গ্যারেজের মালিক মো. শহিদুল মিস্ত্রি। তাঁর বাড়ি ফটিকছড়ি পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকায়।

গ্যারেজ মালিক শহীদুল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় কাউন্সিলর মো. গোলাপ মওলা আলোকিত চট্টগ্রামকে বলেন, অগ্নিকাণ্ডে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার মো. কামাল উদ্দিন জানান, আজ (মঙ্গলবার) ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত কীভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।

আক্কাছ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!