ভোরের আগুনে জ্বলল শিশু, হাসপাতালে কাতরাচ্ছে ৫ জন

হাটহাজারীতে বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পাঁচমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এক বৃদ্ধসহ দগ্ধ হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১০ নভেম্বর) ভোরের দিকে পৌর সদরের রঙ্গিপাড়া এক নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সদরঘাটে রাসায়ানিক গুদামে ভয়াবহ আগুন

নিহত শিশুর নাম মো. রাকিব। আগুনে দগ্ধ পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

অগ্নিদগ্ধ ৫ জন হলেন- লাকি (৪৯), ছেনোয়ারা (৮০), মানিক (১৫), বৃষ্টি (১৮) এবং আনোয়ারা (৩৫)

যোগাযোগ করা হলে হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ভোরের দিকে ঘরে আগুন লাগে। আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সদরঘাটে রাসায়ানিক গুদামে ভয়াবহ আগুন

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ চার লাখ টাকার মতো।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!