কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার (সাধারণ সদস্য) প্রার্থী মনির উদ্দিন তালুকদার মারা গেছেন।
রোববার (২৬ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৮ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : রাত পোহালেই চকরিয়ায় ভোট—নির্বাচনের মাঠে ২১ ম্যাজিস্ট্রেট
জানা যায় , ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। আজ ওই কেন্দ্রে সকাল থেকে চলছে ভোটগ্রহণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর শুনেছি। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।