মধ্যরাতে উড়াল দিতে গিয়ে ধরা সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার সাইফুল
সহিংসতা-হামলা-খুন ও ১৩০০ কোটি টাকার দুর্নীতি মামলার আসামি
বিদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে সাবেক ভূমিমন্ত্রীর সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পার্টনার, ১৩০০ কোটি টাকা দুর্নীতি মামলার আসামি সাইফুল ইসলাম সুমন। সাইফুলের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইদ্রিস মিয়ার ভাইপো। ইদ্রিস মিয়া এবার দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদ পেতে জোর লবিং চালাচ্ছেন।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যবসায়িক পার্টনার তরুণ শিল্পপতি সাইফুল ইসলাম সুমন।
তাঁর বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা তদন্তাধীন। এছাড়া চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং হাটহাজারীতে হত্যা মামলাসহ আরও তিনটি মামলার আসামি তিনি।
সাইফুল ইসলাম সুমনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান। তিনি জানান, ইমিগ্রেশন পুলিশ সুমনকে আটকের পর তাঁকে চট্টগ্রামে এনে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আলোকিত চট্টগ্রাম