ভুল কাভার্ডভ্যান চালকের, জীবনভর মাশুল দিতে হবে ২ সন্তানকে

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর হোসেন রানা (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কার্ভাডভ্যানটিসহ চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন ভূঁইয়া বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছোট ছেলে।

আলমগীর হাসান এন্টারপ্রাইজ নামের স্ট্যান্ডার্ড ট্রেডিং মবিল কোম্পানির ডিলারশিপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল আলমগীরের। তিনি দুই ছেলের জনক।

আরও পড়ুন: কাভার্ডভ্যান কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ, রক্তাক্ত বন্ধু হাসপাতালে

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ব্যবসায়ী আলমগীর তার মোটরসাইকেল নিয়ে মিরসরাই সদরের উপজেলা রোড থেকে মহাসড়কে উঠতেই ঢাকামুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পর উদ্ধার করে মিরসরাই সদরের সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আজিম জানান, চার ভাই তিন বোনের মধ্যে আলমগীর সবার ছোট। সে মবিলের ডিলার ছিল। আমার দুই ভাতিজাকে এতিম করে চলে গেল সে । অবুঝ সন্তানদের কী বলে সান্ত্বনা দেব?

এ বিষয়ে মিরসরাই থানার এসআই রাজিব তালুকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে কার্ভাডভ্যানটি চালকসহ আটক করা হয়েছে। সুরতহাল শেষে হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। নিহতের লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!