সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ বিমান। দুবাই-আবুধাবী-বাংলাদেশ রুটে ভাড়া কমালো দেশের পতাকাবাহী এই বিমানটি।
রোববার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিদেশ যেতে বাধা—প্রবাসীদের কান্না, চট্টগ্রাম বিমানবন্দরে বসেনি র্যাপিড পিসিআর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুবাই-আবুধাবী-ঢাকা রুটে আগের ভাড়া ২ হাজার দিরহাম থেকে কমে নামলো ১ হাজার ৭০০ দেরহামে। একইভাবে দুবাই-আবুধাবী-চট্টগ্রাম-কক্সবাজার ও সিলেট রুটের ভাড়া ২ হাজার ১০০ দিরহাম থেকে কমে নামলো ১ হাজার ৮৫০ দিরহামে।
তবে ভাড়ার সঙ্গ ট্যাক্স যুক্ত হবে। নতুন ভাড়ার এই অফারটি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।