লোহাগাড়ার চরম্বা উচ্চ বিদ্যালয়ে দিনজুড়ে নানা আয়োজন হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল— স্কুলের বিদায়ী প্রধান শিক্ষক জাকের আহমদের বিদায় সংবর্ধনা, নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন বাবু, চট্টগ্রাম মহানগর এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইর হোসেন এবং চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছৈয়দ হোসেন।
সিনিয়র শিক্ষক মো. রমজান আলী ও সহকারী শিক্ষক নূরুল আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল ইসলাম বলেন, এখন থেকেই ভালোভাবে পড়ালেখা করে দেশ ও দশের কল্যাণে কাজ করার স্বপ্ন বুনতে হবে। হয়ত একদিন এই দেশ পরিচালনার দায়িত্ব তোমাদের কারো না কারো হাতে আসবে।
মা-বাবার পরেই শিক্ষকের স্থান মন্তব্য করে তিনি বলেন, অ্যাক্টিভ শিক্ষক ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। এখন থেকে লোহাগাড়া উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না মর্মে শিগগির নির্দেশনা আসছে। পাশাপাশি কোনো শিক্ষার্থী পরীক্ষার রেজাল্ট খারাপ করলে শ্রেণি শিক্ষককে জবাবদিহিতার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করতে হলে মোবাইল ব্যবহার বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, চরম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, চরম্বা প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহমদ হোসেন, চরম্বা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের আহমদ, লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক রিটন কান্তি বিশ্বাস, রাজনীতিবিদ মো. সোলায়মান, সম্প্রতি নির্বাচিত চরম্বা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শাহজাহান, বিশ্বনাথ দে, রুহুল আমিন ও বদিউল আলম।
মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলাউজানের পীর মাওলানা গোলাম রসুল কমরী।
এসএস/আলোকিত চট্টগ্রাম

