চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার ইয়ং ফেস্টিং ক্লাব। এসময় বিভিন্ন এলাকার প্রায় দুশতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় ‘ভালোবাসার উপহার’ ও জামা-কাপড়।
বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টায় ক্লাব সদস্যরা নগরের চকবাজার বিজ্ঞান পরিষদের সামনে থেকে দুটি ট্রাকে শুকনো খাবার ও সংগ্রহ করা জামা-কাপড় নিয়ে রওনা দেয় ফটিকছড়ির উদ্দেশ্যে।
ভালোবাসার উপহারের মধ্যে ছিল-চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, বিস্কুট, ওরস্যালাইন, নাপা ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই, স্যানিটারি প্যাড ও পানি।
আরও পড়ুন : ভাসছে সাতকানিয়া-লোহাগাড়া, মাঠে নামল সেনাবাহিনী-নৌবাহিনী
ফটিকছড়ির সুয়াবিল ভাঙা দীঘির পাড়ের মুসলিম পাড়া ও বনিক পাড়াসহ আশপাশের এলাকা, বৈদ্যের হাটের সিকদারপাড়া, পূর্ব ভুজপুরের রাবার ড্যাম, আছিয়া চা বাগানের পোড়াটিলাসহ আশপাশের এলাকার দুশতাধিক বানভাসি মানুষের হাতে তুলে দেওয়া হয় এই উপহার।
মানবিক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ইয়ং ফেস্টি ক্লাবের আহ্বায়ক মো. রাশেদুল করিম, যুগ্ম আহ্বায়ক বিটন বড়ুয়া, আমিজ খান, দেবজ্যোতি চক্রবর্তী, সদস্য-রুমন ভট্টাচার্য, মিঠুন কর্মকার, সুমন দে, ইসু সরকার, ভ্রমর দাশ, পিন্টু দাশ, সঞ্জয় দাশ, রনি সাহা, এবিএম আহসান উল্লাহ সোহেল, এবিএম মুনির উদ্দিন নুরুল্লাহ তামিম, এবিএম মহিউদ্দিন নুরুল্লাহ আলিফ, মো. সারোয়ার, মো. সোয়েব খান মো. ফাহাদ, মো. আলী, মো. তাফসির মোহাম্মদ মারুফ, মাসুক ইলাহি মকাব্বের ও মোহাম্মদ আরাফাত।
এতে সার্বিক সহযোগিতা করেন রায়হানুল আলম, এবিএম ওয়াহিদুল্লাহ রুবেল, এবিএম শহীদুল্লাহ হিরু ও মো. আলাউদ্দীন সোহেল, মো. তসলিম, অয়ন ভট্টাচার্য ও তাহমিনা শারমিন তানিয়া।
এর আগে চকবাজার বিজ্ঞান পরিষদের সামনে ক্লাব সদস্যরা বন্যার্ত মানুষের সহায়তায় গত ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত তিনদিন নগদ অর্থ ও কাপড় সংগ্রহ করে। এতে অনুদান প্রদান করেন ক্লাব সদস্যরা। সেসব অর্থ দিয়ে ‘ভালোবাসার উপহার’ পৌঁছে দেওয়া হয় বানভাসী মানুষের কাছে।
আলোকিত চট্টগ্রাম