ভার্চ্যুয়াল কোর্টেও করোনার হানা—২১ বিচারপতির সঙ্গে আক্রান্ত ২৩১ বিচারক

ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করতে গিয়ে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের ২১ জন বিচারপতি এবং অধস্তন আদালতের ২৩১ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের ২০০ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ৪৫৮ জন কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে অধস্তন আদালতের জেলা জজ পদমর্যাদার একজন বিচারক এবং ছয়জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন।

রোববার (৯ মে) এ তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে সাধারণ ছুটিতে আদালত বন্ধ রেখে ভার্চ্যুয়াল কোর্ট চালুর জন্য গত বছরের ২৬ এপ্রিল উদ্যোগ নেওয়া হয়। এজন্য সুপ্রিম কোর্টের রুলস কমিটি পুনরায় গঠন ও ভার্চ্যুয়াল কোর্ট চালুর জন্য প্রয়োজনীয় আইনগত প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ নেওয়া হয়। ওইদিন সুপ্রিমকোর্টের উভয় বিভাগের ৮৮ জন বিচারপতির উপস্থিতিতে প্রথমবারের ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নেন।

আলোকিত চট্টগ্রাম

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!