ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগ —৯০০ রোগী পেলেন ফ্রি চিকিৎসা

পটিয়ায় ভাটিখাইন উন্নয়ন ফোরামের উদ্যোগে ৯০০ রোগী ফ্রি চিকিৎসা পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকের।

বিশ্ব মা দিবস উপলক্ষে রোববার (১১ মে) পটিয়ার ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়েনের আলহাজ্ব সেলিম নবী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ আয়োজন করা হয়। ভাটিখাইনের ১৮টি সামাজিক ও মানবিক সংগঠনের সহযোগিতায় এ ক্যাম্প সম্পন্ন হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন শিশুরোগ বিশেষজ্ঞ ঝুলন দাশ শর্মা।

আরও পড়ুন : মিরসরাইয়ে হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা—ওষুধ

ভাটিখাইন উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা আশিকুল মোস্তফা তাইফু ও সাংবাদিক এএইচএম কাউছারের সঞ্চালনায় বক্তব্য দেন ভাটিখাইন ইউনিয়নের প্রশাসক স্বপন চন্দ্র দে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা শারমিন সুলতানা, ভাটিখাইন বিএনপির সভাপতি মাহবুব আলম, ভাটিখাইন শহীদ জিয়া একতা সংসদ সভাপতি কাজী নাজিম উদ্দিন, বিএনপি নেতা আমিনুল হক আমিন, জলিল ও মো. নাছির, মাস্টার মোজাফফর, মাওলানা ইদ্রিস, ভাটিখাইন হাই স্কুল কমিটির সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা মেম্বার তালেব, মো. ফারুক, ভাটিখাইন জামায়াত ইসলামী সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল হক, নবী ফাউন্ডেশনের প্রতিনিধি মো. রহিম উদ্দিন, মির্জা আলী সংসদের সহসভাপতি ইসহাক মিয়া মাসুদ, হাজী রাজা মিয়া ফাউন্ডেশনের পরিচালক খায়রুল বশর ও শামীম, ভাটিখাইনের ওয়ার্ড মেম্বার মান্নান, মেম্বার নোমান, নবজাগরণ সংসদের সাবেক সভাপতি শিমুল দে, জনকল্যাণ সংসদ সভাপতি সত্যজিৎ সিংহ, ত্রিনেত্র সংঘ সভাপতি পিপলু শীল, আল মোবারক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাশেদ, আবদুল বারেক ফাউন্ডেশনের পরিচালক তারিকুল আলম শুভ এবং আদর্শ সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি মো. লিয়াকত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইলিয়াস, মো. জহির, মো. করিম, মো. সাবেদ বিন আলী, মো. মামুন, রাশেদুলাহ, মো. আজাদ, সাকিব, হৃদয়, শাকিল, লোকমান হাকিম, আকাশ শীল, আকাশ, পটিয়া ব্লাড ব্যাংকের প্রতিনিধি মো. শোয়াইব, ডা. আশিস, ভাটিখাইন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক শুভ দে ও রাশেদা বেগম।

ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করে পটিয়া ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার। ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। এছাড়া মা রোগীদের মাঝে ছাতা, চাবির রিং, নাস্তা ও শরবত দেওয়া হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm