মাটি ফেলে খাল ভরাট ও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসকে (বিএসআরএম) মামলাসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: বিএসআরএম কারখানার স্ক্যাপ ইয়ার্ডে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ যুবক লাশ
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নাসিরাবাদ শিল্প এলাকায় নির্মাণ কাজের মাটি ফেলে খাল ভরাট এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএসআরএম। এ অপরাধে কর্তৃপক্ষের কাছ থেকে মামলাসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।