‘ভয়’ দেখিয়ে লুট করে ওরা

চট্টগ্রামে মধ্যরাতে ধরা পড়েছে ছিনতাই ও ডাকাত দলের ৫ সদস্য। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ৬টি কার্তুজ, ২টি স্টিলের টিপ ছোরা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানার সিআরবি ফ্যান্সিস রোডের বাচ্চু বাংলো পাহাড়ের একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে দিনদুপুরে টাকা লুট, ধরা খেল সেই ‘মনছুর ডাকাত’

গ্রেপ্তাররা হলেন— মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) ও মো. আলমগীর হোসেন (৩৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজন কোতোয়ালি থানার বিভিন্ন এলাকার বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm