নগরের আন্দরকিল্লা রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী। রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্স প্রকাশ লেদ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ওই কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে ভয়াবহ রুপ নেয়। আগুনের খবর পেয়ে মাতৃসদন হাসপাতালের রোগীরা বাইরে চলে আসার চেষ্টা করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ গেইটে তালা লাগিয়ে দেওয়ায় রোগী ও রোগীর স্বজনের চিৎকার করতে দেখা যায়। অনেকে এ সময় কান্না করতে থাকে।
হাসপাতালে আটকে পড়া কয়েকজন প্রতিবেদককে বলেন, হাসপাতালের একদম পাশে আগুন লাগলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বের হতে দিচ্ছে না। কারখানায় আগুন লাগার কারণে যেকোনো মুহূর্তে আগুন হাসপাতালে চলে আসতে পারে। এখানে অনেক মুমূর্ষু রোগী রয়েছে। আগুন ছড়িয়ে পরলে কেউ বের হতে পারবে না।
আরও পড়ুন: সিগারেটের আগুন’ ফেলার সামান্য ভুলে মুহূর্তেই ছাই ১০ লাখ টাকার পণ্য
তারা আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ গেইটে তালা দিয়ে রেখেছে যাতে কেউ বের হতে না পারে। তারা কেন আমাদের বের হতে দিচ্ছে না জানি না। রোগী ও স্বজনদের কিছু হলে এর দায়ভার কে নিবে। তারা আমাদের নিরাপদ স্থানে যেতে দিচ্ছে না।
যোগাযোগ করা হলে বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের তিন স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করছে। এখনও কাজ চলছে।
এদিকে কোতোয়ালী থানার এসআই মৃনাল মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।
এএইচ/আলোকিত চট্টগ্রাম