‘নতুন সিদ্ধান্ত’—ব্যাংকে লেনদেনের সময় আরও বাড়ছে

দেশে চলমান ‘কঠোর’ বিধিনিষেধ ‘শিথিল’ হতে যাচ্ছে ১১ আগস্ট থেকে। ওই দিন থেকে ব্যাংকগুলোতেও বাড়বে লেনদেনের সময়।

ব্যাংকের সব শাখা ও অফিস খোলা থাকবে স্বাভাবিক সময়ের মতোই। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া ব্যাংক খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, ১১ আগস্ট থে‌কে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা গেছে, ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে করোনার কারণে যেসব নির্দেশনা ছিল, আগামী ১১ আগস্ট থেকে তার অধিকাংশই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রসঙ্গত, করোনার কারণে এখন দেশে ‘কঠোর’ বিধিনিষেধ চলছে। ব্যাংকেও লেনদেন হচ্ছে স্বাভাবিকের চেয়ে কম সময়।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!