ব্যাংকারের লাশ—ভেসে উঠল কর্ণফুলীতে

কর্ণফুলী নদীতে সাম্পান ডুবিতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) মধ্যরাতে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার দক্ষিণে ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের (৫০) লাশ ভেসে ওঠে।

ঢাকা ব্যাংক আগ্রাবাদ শাখায় কর্মরত সাজ্জাদের বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকায়। তিনি মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

আরও পড়ুন: কর্ণফুলীতে নৌকাডুবি—‘ফুটেজে’ শনাক্ত ব্যাংক কর্মকর্তার চলছে খোঁজ, লাশ মিলেছে নারীর

বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলী নদীতে দুর্ঘটনার শিকার হয় একটি ইঞ্জিনচালিত সাম্পান। নদীতে থাকা এক জাহাজের ঝুলন্ত দড়িতে আটকে ডুবে যায় সাম্পানটি। ওই সাম্পানের যাত্রী ছিলেন সাজ্জাদ। তিনি ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে নদী পার হচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করলেও সাজ্জাদ নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধানে তল্লাশিও চালানো হয়। শুক্রবার রাত ৩টায় নদীতে সাজ্জাদের লাশ ভাসতে দেখে পরে নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাঁর পরিবার।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর লাশ ঝুলছিল এক শাড়িতে, দোলনায় দুলছিল নিষ্পাপ শিশু

সাজ্জাদের ভাই ফয়সাল হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে নদীতে আমার ভাইয়ের লাশ ভাসমান অবস্থায় দেখি। এরপর নৌ-পুলিশকে জানালে তাদের সহযোগিতায় লাশ উদ্ধার করি।’

সদরঘাট নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক নিউটন চৌধুরী বলেন, সাম্পান ডুবিতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!