কর্ণফুলী মার্কেটের ১৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

নগরের কর্ণফুলী মার্কেটের ১৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার পাশাপাশি জরিমানা করা হয়েছে। ট্রেড লাইসেন্স দেখাতে না পারা এবং নিষেধাজ্ঞার পরও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ার) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান চালান।

আরও পড়ুন: মাস্ক না পরায় মামলা খেল ৫ ব্যক্তি

রাজস্ব সার্কেল-৫ এর আওতায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ে পাঠানটুলি রোড ও আসকারদীঘি এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৮টি দোকানের ৮০ হাজার ৬০০ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি তাৎক্ষণিক আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অভিযানে ১৮টি দোকানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৮০ হাজার ৬০০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় এবং নিষিদ্ধ পলিথিন ব্যাগে পণ্য বিক্রির অপরাধে কর্ণফুলী মার্কেটের ১৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাসহ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!