ব্যক্তি-প্রতিষ্ঠান সরকারের সহায়ক হয়ে জনগণের সেবা করছে: আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘করোনা মোকাবেলায় সরকার আর্থিক প্রণোদনা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণসহ নানামুখী সেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সমাজের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানও জনমানুষের দুঃখ-দুর্দশা লাঘবে নানামুখী সেবা দিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: পতেঙ্গায় আ জ ম নাছিরের সহায়তায় ৫০০ মানুষের হাতে রান্না করা খাবার

শনিবার (১৪ আগস্ট) দুপুরে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ৬০০ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড কার্যকরী পরিষদের সহ-সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, নুরুল ইসলাম মিন্টু, রাশেদুল আমিন, নুরুল ইসলাম শাহিন, রাইসুল উদ্দিন সৈকতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm