‘বৌভাত পণ্ড’—ম্যাজিস্ট্রেট দেখেই দৌড়, ১০ মিনিটেই অতিথিশূন্য

লকডাউন অমান্য করায় সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় রাখী কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠান বন্ধ করেছেন ম্যাজিস্ট্রেট।

বুধবার (৩০ জুন) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মিনিটেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান অতিথিরা।

কমিউনিটি সেন্টারে অভিযানকালে মালিক ও বরকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, লকডাউনে জমায়েত, বিয়ে ও সবধরনের অনুষ্ঠান নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় রাখী কমিউনিটি সেন্টারে স্থানীয় ফেদাইনগর গ্রামের সূর্য মোহন নাথের ছেলে সুজন চন্দ্র নাথের বৌভাত অনুষ্ঠান চলছিল। এমন খবর পেয়ে বিকাল ৩টায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বর সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা ও রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূঁইয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

লকডাউনে কোথাও জমায়েত হতে দেওয়া যাবে না। এ ধরনের কোনো জমায়েতের খবর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!