বোলিং কোচ : গতিদানবকে নিয়োগ দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সর্বকালের অন্যতম সেরা গতিতারকা অস্ট্রেলিয়ার শন টেইটকে বোলিং কোচ নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটের পর এবার কোচিং স্টাফ নিয়োগ চলছে ফ্রাঞ্চাইজিগুলোতে।

‘গতিদানব’ শন টেইটকে শুরুতেই নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সঙ্গে প্রধান কোচ হিসেবে আছেন পল নিক্সন। যিনি গত আসরেও চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। প্লেয়ার্স ড্রাফট ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবার অন্যান্য স্টাফও নিয়োগ দিচ্ছে ফ্রাঞ্জাইজিগুলো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পেস বোলিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে। এখন আলাদা স্পিন কোচ ও ব্যাটিং কোচের সন্ধান করছে দলটি।

আরও পড়ুন: বিপিএলে তারকা-খরায় চট্টগ্রাম, শক্তিশালী ঢাকা—কুমিল্লা—বরিশাল 

প্লেয়ার্স ড্রাফটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াডে আছেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম (বাংলাদেশ)।

এছাড়া ভিনদেশি বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ) ও রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ) খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!