বোয়ালিয়া খাল রক্ষায় গঠিত হলো কমিটি

শরীফ আহ্বায়ক, এমরান সদস্য সচিব

লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র আমিরাবাদ স্টেশনের পাশ দিয়ে বয়ে গেছে বোয়ালিয়া খাল। শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল ও বর্জ্য ফেলে দূষণের কারণে খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে। দূষণের কারণে বোয়ালিয়া খাল থেকে মাছ ও জলজ প্রাণী বিলুপ্তির পথে। পানির রঙ কালো হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। খালটি বর্তমানে পরিণত হয়েছে মশার অভয়ারণ্যে। এসব কারণে স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ।

এমন পরিস্থিতিতে বোয়ালিয়া খাল রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘বোয়ালিয়া খাল রক্ষা কমিটি’। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আমিরাবাদ মাস্টারহাট এলাকায় সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আব্দুল্লাহ মো. শরীফ সভাপতি ও মো. এমরানকে সদস্য সচিব করা হয়। এছাড়া রেহেনা আক্তার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজিন আহমদ যুগ্ম আহ্বায়ক এবং ফায়জাত উল্লাহ্কে যুগ্ম সদস্য সচিব করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, ইলিয়াস হোসেন, শহিদুল ইসলাম, এ এইচ টিপু, জসিম উদ্দিন ও হাবিবুল্লা মিজবাহ্।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ শরীফ বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বোয়ালিয়া খালটির দখল ও দূষণের পরিণতি হবে খুবই ভয়াবহ। অবিলম্বে খালটি দখল ও দূষণমুক্ত করে স্বরূপে ফিরিয়ে আনার লক্ষ্যে এই কমিটির যাত্রা শুরু হলো। পরবর্তীতে এলাকার সচেতন মহলের অংশগ্রহণে এই কমিটি আরো বিস্তৃত হবে। বোয়ালিয়া খাল দখল ও দূষণমুক্ত করতে আগামীতে এই কমিটি সময়োপযোগী ও প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm