বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন পার্থ সারথি চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জয় দে।
সম্প্রতি উপজেলার বিআরডিবি হলে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক জরুরি সভায় পার্থ সারথি চৌধুরীকে সভাপতি ও সঞ্জয় দে’কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ কমিটি আগামী দু’বছর দায়িত্ব পালন করবে।
জরুরি সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল দে, শ্যামল মজুমদার।
আরও উপস্থিত ছিলেন বর্ণিল পাঠাগারের সভাপতি মিলন দে, ধরলা সর্বজনীন শ্রীশ্রী কালিবাড়ির সভাপতি লায়ন মিলন কান্তি চৌধুরী মিন্টু, নাথপাড়া কালিবাড়ির সভাপতি সান্টু বিশ্বাস, রক্ষা কালিবাড়ির সম্পাদক লিটন ধর, কধুরখীল লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, নাথপাড়া জগদ্বেশ্বরী মন্দিরের সভাপতি যীশু নাথ, জগদ্বানন্দ আশ্রমের সভাপতি বিকাশ দেওয়ানজী।
আলোকিত চট্টগ্রাম