বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খরন্দ্বীপ শ্রীশ্রী গৌরাঙ্গ ধাম মন্দির প্রাঙ্গণে সম্প্রতি এ আয়োজন করে শ্রীশ্রী জগন্নাথ সংঘ।
সংঘের সদস্য রূপন দে পুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস।
আরও পড়ুন: চট্টগ্রামজুড়ে বর্ণিল রথযাত্রা উৎসব
শ্রীকান্ত মজুমদার লিমন ও সঞ্জয় ভক্তের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সুধীর রঞ্জন ভট্টাচার্য্য। মহান অতিথি ছিলেন খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন ডা. জনি সরকার।
বিশেষ অতিথি ছিলেন অগ্রণী লাইব্রেরির স্বত্বাধিকারী দেবরাজ সেনগুপ্ত (মিঠুন) ও খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোরশেদ আলম।
বক্তব্য রাখেন গোপাল চক্রবর্তী, তাপস চক্রবর্তী, ডা. মিন্টু দে, মো. মৃদুল, প্রিয়তোষ ঘোষ, অরুণ দে, রূপন দে, দীপক চৌধুরী ও রনি বিশ্বাস।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিশুশিল্পী উদ্দীয়মান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী নিলয় বিশ্বাসসহ স্থানীয় শিল্পীরা।
আরবি/আলোকিত চট্টগ্রাম