বোটে বসে ইয়াবাবাণিজ্য—হাতেনাতে ধরা ৪ যুবক

কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত বোটে বসে ইয়াবাবাণিজ্য করার সময় ৪ যুবককে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে শহরের রিজার্ভ বাজারের চাম্পানিরমার টিলা নামক এলাকায় পুলিশি অভিযানে হাতেনাতে তাদের ধরা হয়।

গ্রেফতাররা হলেন-রিজার্ভ বাজারের মহসিন কলোনির বাসিন্দা রুবেল (৩০), সজল দাশ (২৮), কাউছার (২৫) ও মনির (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতার ৪ জনের কাছ থেকে ৫২ পিচ ইয়াবা, মোবাইল ফোন, নগদ ৪ হাজার ছয়শ টাকাসহ একটি ইঞ্জিন বোট জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত রুবেল ও সজল দু’জনই রাঙামাটি শহরে মাদক সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক। খুচরা ইয়াবা বিক্রেতাদের কাছে তারা ইয়াবা সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে। রুবেলের ভাই টিপু ও আত্মীয় নাছির, জসিম তাদের সহযোগী। এছাড়া শহরের বনরূপা, ফেসারি ঘাট, কাঁঠালতলী এলাকায় সজল, ভেদভেদি এলাকায় শিমুলসহ অন্তত আরও ১৫ জন মাদক কারবারি ইয়াবা কেনাবেচায় যুক্ত রয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিজার্ভ বাজার নদীঘাটে ইয়াবা কেনাবেচার সময় অভিযান চালিয়ে ৪ জনকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা ও পরোয়ানা রয়েছে।’ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!