বেড়াতে গিয়ে চকরিয়ার খুটাখালীতে টমটমের চাপায় সাফা মারওয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নানার বাড়ি থেকে ঘরে ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
শুক্রবার (৬ আগস্ট) বিকাল ৫ টার দিকে খুটাখালী বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মারওয়া উপজেলার পিয়াজ্যাকাটা নামক এলাকার মহিউদ্দিনের মেয়ে।
আরও পড়ুন: ঈদে বেড়াতে এসে ডোবায় ডুবে মারা গেল দুই ভাই
খুটাখালী ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন বলেন, সাফা মারওয়া নামের শিশুটি মা-বাবার সঙ্গে বিকালে নানার বাড়ি থেকে নিজ ঘরে ফিরছিল। খুটাখালী বাস স্টেশনে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া একটি টমটম তাকে চাপা দেয়। উপস্থিত লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই তোফাজ্জল হোসেন খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
বলরাম/ডিসি