চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বেপরোয়া গতির যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন ৩ যাত্রী।
শনিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ‘মুহূর্তেই শিশুর লাশ’—বাসের ধাক্কায় খাদে পড়ল জিপ, রক্তাক্ত ১৪
প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরনীর হাট এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তবে এ সময় বাসের চালক হেলপার পালিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকায় বিকেলে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বাসের চালক হেলপার পালিয়ে যায়।