জিপিএইচ ইস্পাতের বেপরোয়া গাড়ি পিষে মারল কারখানার সিকিউরিটি গার্ডকে

সীতাকুণ্ডে ট্রাকচাপায় বরুণ কুমার ত্রিপুরা (৩০) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মিল্লাত হোসেন (১৮) নামের অপর একজন গার্ড আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে জিপিএইচ ইস্পাত কারখানার গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বরুণ কুমার ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দক্ষিণ সাপমারা গ্রামের সুভাষ চন্দ্র ত্রিপুরার ছেলে। আহত মিল্লাত হোসেন উকিলপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: বেপরোয়া মাইক্রোবাস পিষে মারল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষককে

এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং আহতকে হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে জিপিএইচ ইস্পাত কারখানার নিজস্ব ট্রাক কারখানায় প্রবেশের সময় গেইটে দায়িত্বে থাকা দুজন সিকিউরিটি গার্ডকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় একজন। আহত সিকিউরিটি গার্ডের দুই পা থেঁতলে গেছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানার নিজস্ব একটি ট্রাক প্রবেশ করার সময় গেইটে দাঁড়ানো দুজন সিকিউরিটি গার্ডকে চাপা দিলে একজন ঘটনাস্থলে মারা যান। আরেকজন গার্ড গুরুতর আহত হন। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে গাড়িটি ব্রেকফেল করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm