বেপরোয়া গতি—ট্রাক উল্টে নিহত ২, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় উল্টে গেছে বেপরোয়া গতির একটি ট্রাক। এতে প্রাণ হারিয়ছেন ২ জন।  আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২২ মে) সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭) ও আব্দুল খালেক (৫০)।  আহতরা হলেন- মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে আটটার দিকে শীতলপুর এলাকার সাইনবোর্ড নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ভেতর থাকা ৭ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে।  আহতদের মধ্যে মহসিন ও আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে বলন, সড়ক দুর্ঘটনায় আহতদের কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ে এলে আতিকুর রহমান ও আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহত বাকিদের চিকিৎসা চলছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!