নগরের সাগরিকা মোড়ে কাভার্ডভ্যান চাপায় দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন পথচারী এবং অপরজন রিকশাচালক। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এক সাইকেল আরোহী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরিকা মোড়ে দায়িত্বরত সার্জেন্ট মো. ওয়াহিদ।
আরও পড়ুন: রাতের আঁধারে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চুরমার, রক্তাক্ত ৩
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দর থেকে সীতাকুণ্ড যাওয়ার সময় সাগরিকা মোড়ে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ও রিকশাচালককে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় এক সাইকেল আরোহীও আহত হন।
স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে।
সিএম/ডিসি