বৃষ্টি আর বাতাসকে পাশ কাটিয়ে বৌদ্ধ বিহারে পুণ্যার্থীরা

একিদকে করোনা মহামারি, অন্যদিকে ইয়াস—এর মধ্যেই আজ বুধবার (২৬ মে) উদ্‌যাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ।

তীব্র বাতাস, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি— এর মাঝেই মাঝেই সকাল থেকেই পুণ্যার্থীরা জড়ো হতে থাকে নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ মোমবাতি প্রজ্বলন করে ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে প্রার্থনা করা হয়— পুরো বিশ্বকে করোনামুক্ত করার।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নগরের বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধপূজা, মহাসংঘদান ও আলোচনা সভা। তবে করোনা মহামারির কারণে সব কর্মসূচি পালন করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে।

বৌদ্ধ ধর্মমতে, আড়াই হাজার বছর আগে এইদিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। একইদিনে জন্ম, বোধিলাভ ও প্রয়াণ হয়েছিল বলে ‘বুদ্ধ পূর্ণিমা’ হিসেবে এই দিনটিকে বিশেষভাবে উদ্‌যাপন করে বৌদ্ধ ধর্মালম্বীরা।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!