৩৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ‘বৃষ্টির পানিতে’—ভেসে যাওয়া লোকের

৩৪ ঘণ্টায়ও সন্ধান পাওয়া যায়নি মুরাদপুরে বৃষ্টির পানিতে নালায় পড়ে নিখোঁজ হওয়া সবজি বিক্রেতা ছালেহ আহমেদের (৫৫)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সারাদিন চেষ্টা করেও ছালেহ আহমেদকে উদ্ধার করতে পারেননি আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

পটিয়ার বাসিন্দা নিখোঁজ ছালেহ আহমেদ আছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদের ভগ্নিপতি।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘বৃষ্টির পানিতে’—ভেসে যাওয়া লোকের খোঁজ মেলেনি ৮ ঘণ্টায়ও

এদিকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ৩ জন ডুবুরি, ৩ সহকারী এবং রেসকিউ টিমের ৩ জন ঘটনাস্থলসহ আশপাশের এলাকা হয়ে কালুরঘাট পর্যন্ত অভিযান চালান। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে না পেয়ে অভিযান সমাপ্তি করেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের ধারনা, ছালেহ আহমেদের লাশ নালায় নেই। হয়ত স্রোতে ভেসে কর্ণফুলী নদীতে পড়েছে।

উল্লেখ্য, বুধবার সালেহ আহমেদ নালার পার ধরে হাঁটতে গিয়ে পা ফসকে পড়ে যান। নালায় প্রবল স্রোত থাকায় মুহূর্তে ডুবে যান তিনি। এরপর থেকে নিখোঁজ তিনি। ওইদিনও রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

এর আগে ২০১৯ সালে নগরের দামপাড়ার জেলা শিল্পকলা একাডেমীর সামনে স্ল্যাবহীন নালায় পড়ে পানিতে ভেসে যাওয়া অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার লাশ বাকলিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!