বুস্টার ডোজ নেওয়ার বয়স কমল

এখন থেকে ৫০ বছর বয়সীরাও নিতে পারবে করোনার বুস্টার ডোজ।

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

আরও পড়ুন : ফাইজার নয়, বুস্টার ডোজে দেওয়া হবে মডার্না

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজের বয়স ছিল ৬০ বছর। এখন থেকে ৫০ বছর বয়সীরাও এ ডোজ নিতে পারবেন। প্রধানমন্ত্রী এ অনুমোদন দিয়েছেন। আমরা করোনার বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। তবে সবার ৬ মাস পূর্ণ না হওয়ায় বুস্টার ডোজ নিতে পারছেন না। কেবল যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা ৬ মাস পার হয়েছে তারাই এর আওতায় আসছেন। এখন পর্যন্ত ৭ লাখের মতো বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আপনারা মাস্ক পড়বেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ভ্যাকসিন সময়মতো নেবেন। ১১ দফা বিধিনিষেধ মেনে চলবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm