এখন থেকে ৫০ বছর বয়সীরাও নিতে পারবে করোনার বুস্টার ডোজ।
সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
আরও পড়ুন : ফাইজার নয়, বুস্টার ডোজে দেওয়া হবে মডার্না
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজের বয়স ছিল ৬০ বছর। এখন থেকে ৫০ বছর বয়সীরাও এ ডোজ নিতে পারবেন। প্রধানমন্ত্রী এ অনুমোদন দিয়েছেন। আমরা করোনার বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। তবে সবার ৬ মাস পূর্ণ না হওয়ায় বুস্টার ডোজ নিতে পারছেন না। কেবল যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা ৬ মাস পার হয়েছে তারাই এর আওতায় আসছেন। এখন পর্যন্ত ৭ লাখের মতো বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আপনারা মাস্ক পড়বেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ভ্যাকসিন সময়মতো নেবেন। ১১ দফা বিধিনিষেধ মেনে চলবেন।