আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে চলবে সরকারি-বেসরকারি অফিস। স্বাভাবিক সময়ের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।
মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে।
এদিকে আগামীকাল থেকে ব্যাংক কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।
আরও পড়ুন : ৩ দিন যেভাবে চলবে সরকারি অফিস ও ব্যাংক লেনদেন
মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৮ থেকে ৩০ জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা করে চলে সরকারি অফিস এবং ব্যাংকগুলোর লেনদেন সকাল ১০টা থেকে চলে দুপুর ৩টা পর্যন্ত।
প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর ১৮ জুলাই সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।
এরপর ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ছিল সাধারণ ছুটি। এরপর ২৪ ও ২৫ জুলাই সীমিতভাবে চলে অফিস-আদালত। এরপর কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলে। ১২ দিন ও ৮ কার্যদিবস পর বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং চালু হতে যাচ্ছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম