বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, অসাম্প্রদায়িক রাজনীতির নেতা, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান (৮২) আর নেই।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় রাজধানী ঢাকার ধানমন্ডির বাসভবনে বাধর্ক্যজনিত রোগে তিনি মারা যান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশ কখন চট্টগ্রামের আনা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। দলীয় সিদ্ধান্তের পর, বিষয়টি জানা যাবে।
চট্টগ্রামের অসাম্প্রদায়িক রাজনীতিতে আব্দুল্লাহ আল নোমানের রয়েছে অসামান্য অবদান। তিনি রাউজানের গহিরায় এক সম্ভান্ত্র পরিবারের জন্মগ্রহণ করেন। উত্তাল একাত্তরের বীর সৈনিক ছিলেন তিনি।
আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি একে একে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রী ছিলেন ১৯৯১ থেকে ১৯৯৬ সালে। এরপর তিনি খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত।
আলোকিত চট্টগ্রাম