‘বিয়ের লোভ’ দেখিয়ে ধর্ষণ—জেলে গেল যুবক

রাউজানে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. ইসমাইল হোসেন ওরফে ইমন (২৪)। বৃহস্পতিবার (১২ আগস্ট) তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে ডাবুয়া রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন ইমন। তার বাবার নাম মো. আব্বাস।

আরও পড়ুন: ‘গৃহবধূকে’ ১০ মাস ধরে একের পর এক ধর্ষণ, লজ্জায় নবজাতক ফেলে পালালেন মা

রাউজান থানা সূত্র জানা যায়, উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা গ্রামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েক মাস ধরে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল ইমন। ৩০ জুলাই বিকালে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সে। পরিবারের সদস্যরা বিষয়ে জানার পর বিয়ের প্রস্তাব দিলে তাতে অস্বীকৃতি জানায় ইমন ও তার পরিবার। এমনকি টাকার বিনিময়ে সমঝোতা চেষ্টাও করা হয়। পরে গত বুধবার থানায় ভুক্তভোগী তরুণী ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘ধর্ষণ মামলার পর যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আমার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।’

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm