‘বিস্ময়’—হাসপাতালের কমোডেও বেঁচে ছিল নবজাতক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। টয়লেটের কমোড থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। তবে কমোডে পড়ে থাকলেও বেঁচে ছিল নবজাতক!

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে চমেক হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেট থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

জানা যায়, এক আয়া সকালে টয়লেটের কমোডে ওই নবজাতককে পড়ে থাকতে দেখে ওয়ার্ডে খবর দেন। পরে চিকিৎসকরা ওই নবজাতককে উদ্ধার করে ওয়ার্ডে নিয়ে আসেন। এরপর তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ‘নবজাতক চুরি’ চট্টগ্রাম মেডিকেলে, নানিসহ ৩ চোরকে ধরল পুলিশ

যোগাযোগ করা হলে ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের সর্দার এনায়েম মিয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ওয়ার্ডে ডিউটিতে ছিলেন আয়া সিক্তা। সকাল ৬টার দিকে তিনি দেখেন টয়লেটের কমোডে এক নবজাতক পড়ে আছে।

পরে বাচ্চাটিকে উদ্ধার করে ৩২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। বাচ্চাটি বেঁচে আছে। তবে ওই নবজাতকের মায়ের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!