মিরসরাইয়ে হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরণে যুবক লাশ

মিরসরাইয়ে গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে মো. খানসাব (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনাপাহাড় এলাকার ইস্পাত শিল্প প্রতিষ্ঠান গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খানসাব উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন: রেললাইনের পাশে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত লাশ

জানা গেছে, খানসাব ফারদিন গ্রুপে প্রতিদিনের মতো মাটি কাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি হুইল লোডারে (মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ি) উঠেন। গাড়ির চাকার হাওয়া কমে যাওয়ায় স্টেশনে চাকায় হাওয়া দিচ্ছিলেন চালক। এসময় সেখানে দাঁড়িয়ে ছিলেন খানসাব। হাওয়া অতিরিক্ত হওয়ায় হঠাৎ চাকা বিস্ফোরণ হয়ে লোহার একটি অংশ খানসাবের মাথায় এসে পড়লে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন রাতে তার জানাজা শেষে লাশ দাফন করা হয়।

Yakub Group

এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!