বিস্ফোরণ: মুহূর্তে ছড়িয়ে পড়ল আগুন, পুড়ে গেছে ৭০ বছরের বৃদ্ধের শরীর

রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পুড়ে গেছে বসতঘর । এতে দগ্ধ হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।

সোমবার (২৩ আগস্ট) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বহাদ্দারপাড়া এলাকার সুলতান মাহমুদ চৌধুরীর দুইতলা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

আর পড়ুন: হঠাৎ বিস্ফোরণ—উড়ে গেল সিএনজি স্টেশন, অভিযোগের তীর কর্ণফুলী গ্যাসে

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার দিকে সুলতান মাহমুদ চৌধুরীর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাএসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘর থেকে এক বৃদ্ধকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।।

আরও পড়ুন: পতেঙ্গা সৈকতে বার্মিজ মার্কেটে আগুন, পুড়ল ৩ দোকান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী বলেন, ‘সোমবার রাতে আগুনে দগ্ধ এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। আগুনে তার হাত, পা এবং মাথাসহ শরীরের প্রায় ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মতিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm