চট্টগ্রামে ‘বিশ্বাসের ঘরে আগুন’ দিয়েছে এক গৃহকর্মী। ফাঁকা ঘরের সুযোগ নিয়ে হাওয়া হয়ে গেছে নগদ টাকাসহ ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে!
চট্টগ্রাম নগরের খুলশিতে ঘটেছে এমন ঘটনা। তবে শেষ রক্ষা হয়নি। পালিয়ে বাঁচতে পারেনি বিশ্বাসঘাতক সেই গৃহকর্মী। চুরির ১০ দিন পর সে ধরা পড়েছে পুলিশের জালে।
খুলশির মাহবুবুর রহমান। তাঁর ঘরের বিশ্বস্ত গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া। তাঁকে রেখেই পরিবার নিয়ে বাইরে গিয়েছিলেন মাহবুবুর। ঘর ফাঁকা পেয়েই আসল রূপে সেলিনা। ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও সোনা নিয়ে গেলেন পালিয়ে।
চুরি করা স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল মাহবুবুর রহমানের স্ত্রীর আড়াই ভরি ওজনের এক জোড়া হাতের বালা ও সাড়ে বারো ভরি ওজনের গলার সেট। বর্তমান বাজারে যার মূল্য ২২ লাখ টাকা!
আরও পড়ুন : রাঙ্গুনিয়ায় মধ্যরাতে ‘রহস্যের’ আগুন, বিএনপির অভিযোগের তীরে আওয়ামী লীগ
ঘরে এসেই দিশেহারা মাহবুবুর। ঘরের আলমারি ভাঙা। উধাও টাকা-সোনা। অনেক খোঁজ করেও হদিস নেই সেলিনার। অবশেষে গত ২১ জানুয়ারি খুলশি থানায় মামলা করেন মাহবুবুর। অভিযোগ পেয়েই অভিযানে নেমে পড়ে খুলশি থানা পুলিশ।
ঘটনার পর থেকে ১২ দিন লুকিয়ে ছিল গৃহকর্মী সেলিনা। ২২ জানুয়ারি কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং কোয়াংছড়িতে সেলিনার বাড়িতে চলে অভিযান। সেই অভিযানে ধরা পড়ে সেলিনা।
খুলশী থানা পুলিশ জানায়, গৃহকর্মী সেলিনা দেড় মাস ধরে খুলশির মাহবুবুর রহমানের বাড়িতে কাজ করতো। গত ৯ জানুয়ারি সেলিনাকে বাসায় রেখে পরিবার নিয়ে বাইরে যান মাহবুবুর রহমান। প্রায় আড়াই ঘণ্টা পর তিনি বাসায় এসে দেখেন আলমারি ভাঙা, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাওয়া। ২১ জানুয়ারি থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। গৃহকর্মী সেলিনাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা উদ্ধার করা হয় চুরির সাড়ে ১২ ভরি স্বর্ণ ও ১৮ হাজার টাকা। এরপর তাকে আদালতে পাঠানো হয়।
আলোকিত চট্টগ্রাম