বিশ্বজুড়ে আবার করোনার ছোবল, জাপানে মৃত্যুর মিছিল

বিশ্বজুড়ে হঠাৎ বেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছে ৭৮৩ জন। আগের দিনের চেয়ে মৃত্যু বেড়েছে তিন শতাধিক!

এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬ লাখ ৪৭ হাজার ৬৪০ জন।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ২৩ জন। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২ লাখ ৩১ হাজার ৩৮২ জন।

আরও পড়ুন: ২০ লাখ টাকা—স্বর্ণালংকারসহ জাপান প্রবাসীর বউকে নিয়ে পালিয়েছে পুলিশ

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস মঙ্গলবার (৬ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৬২১ জন। প্রাণহানি হয়েছে ১১৭ জনের।

জাপানে এ পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫০ হাজার ৪৬১ জন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm