রাউজানে বিদেশফেরত আবদুল কাদেরের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ৮০-৯০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এছাড়া এক কৃষাণীর চারটি গরু চুরি হয়েছে।
শুক্রবার (৯ জুন) ও শনিবার (১০ জুন) পৃথক এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, আজ (১০ জুন) ভোরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ার কৃষাণী হাসনা বেগমের ৪টি গরু চুরি হয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষাণীর ছেলে মো. কামরুল বলেন, চুরি যাওয়া গরুর মধ্যে তিনটি উন্নতজাতের গাভী ও একটি ষাড়। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
এর আগে ৯ জুন উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহন তালুকদার বাড়ির সামনে বিদেশফেরত আবদুল কাদেরের বসতঘরে চুরির ঘটনা ঘটে।
জানতে চাইলে ক্ষতিগ্রস্ত আবদুল কাদের বলেন, বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্যদের নিয়ে আঁধারমানিক নানাশ্বশুর বাড়িতে বিয়েতে যায়। পরদিন শুক্রবার সন্ধ্যায় বাসায় ফিরে দেখি দরজার তালা ভাঙা। চোরের দল ঘর থেকে ৬৫-৭০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকা, ১টি ল্যাপটপ, ৩টি ক্যামেরা, ১২-১৩টি হাতঘড়ি, চেক বই, কার্ড ও জায়গার দলিল নিয়ে গেছে। চুরি যাওয়া স্বর্ণাললংকারগুলো মা, স্ত্রী, ভাইয়ের স্ত্রী ও মেয়েদের।
তিনি বলেন, চুরির আগে সিসি ক্যামেরা ভেঙে ফেলে হার্ডডিক্সও নিয়ে গেছে চোরের দল।
যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রাম বলেন, হলদিয়ায় চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, পূর্বগুজরায় গরু চুরির ঘটনায় এখনও কেউ অভিযোগ দেননি।
এসএ/আরবি